Social Share

৮ জুলাই ২০২৩ নিরাপদ এগ্রো কেয়ার কর্তৃক আয়োজিত সুপারভিশন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে নিরাপদ এগ্রো কেয়ার প্রশাসন ও যোগাযোগ বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ এবং বিক্রয় বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সুপারভিশন, সুপারভিশনের নীতিমালা, সুপারভাইজার এর গুণাবলী, যোগাযোগ দক্ষতা, সকলের সাথে মানিয়ে নেওয়া, আত্নবিশ্বাস ও ইতিবাচকতা, স্বচ্ছতা ইত্যাদি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা ও উদাহরণসহ আলোচনা করা হয়। প্রশিক্ষণটি শুরুর আগে প্রি—টেস্ট ও প্রশিক্ষণ পরবর্তী পোস্ট টেস্টে প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন। প্রত্যেক প্রশিক্ষনার্থী খোলামেলা অংশগ্রহণে প্রশিক্ষণটি প্রাণবন্ত: হয়ে উঠে। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে প্রত্যেকেই তাদের কাজকে আরো সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করে কাংক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রত্যয় ব্যক্ত করেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন নিরাপদ এগ্রো কেয়ার এর চেয়ারম্যান মোল্লা আব্দুল্লাহ আল মেহদী ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রশাসন ও যোগাযোগ নির্বাহী মোছাঃ শামীমা আক্তার।


Social Share