Social Share

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৮ এপ্রিল ২০২৪ তারিখে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ” প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। উক্ত মেলায় পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ”নিরাপদ এগ্রো কেয়ার” অংশগ্রহণ করে।  মেলায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য – ৬৫ (সিরাজগঞ্জ – ৪) বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শফিকুল ইসলাম শফি। সভাপতি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সানজিদা সুলতানা।

সংশ্লিষ্ট বিভাগের কোম্পানী ও খামারীরা দৃষ্টিনন্দন স্টল নিয়ে প্রদর্শণীতে অংশগ্রহণ করেন। প্রদর্শণীর লক্ষ্য ছিল দুগ্ধ ও পোল্ট্রি খামারীদের উৎসাহিত করে প্রোটিনের চাহিদা মেটাতে বেসরকারি খাতকে আরোও সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসতে সহয়তা করা। আয়োজকদের মতে, প্রদর্শনীটি তৃণমূল পর্যায়ের কৃষকদের জন্য মেগা কোম্পানীগুলোর সাথে একই জায়গায় তাদের পশুপাখি উৎপাদন ও বিক্রি করার সুযোগ সৃষ্টি করবে।


Social Share