Social Share

৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় নিরাপদ এগ্রো কেয়ার কর্তৃক খামারী মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলার  গ্রাম পাঙ্গাসী মহাবিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত খামারী মিটিংয়ে প্রায় ৮০ জন দুগ্ধ খামারী ও গরুমোটাতাজারকরণ খামারী উপস্থিত ছিলেন। মিটিংয়ে খামারী ফিডের গুনগত মান, গরু মোটাতাজাকরণ পদ্ধতি, খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন নিরাপদ এগ্রো কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন। খামারীগণ মিটিংয়ে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন এবং প্রয়োজনীয় প্রশ্ন করে খামার ব্যবস্থাপনার সমস্যাবলী সমাধানের উপায় জেনে নেন।

উক্ত মিটিংয়ের আয়োজন সহযোগী হিসেবে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন খামারী ফিড এর পরিবেশক ’’ মেসার্স লিজা ট্রেডার্স’’ এর মালিক  মোঃ আবু হাসেম। মিটিংয়ে গ্রাম পাঙ্গাসী মহাবিদ্যালয়ের প্রফেসর মোঃ আব্দুল হাকিম সভাপতিত্ব করেন। তিনি বলেন- খামারী ফিড দুগ্ধবতী গাভী ও ষাড় গরুর জন্য একটি আদর্শ খাবার। এই ফিড নিয়ম মেনে খাওয়ালে খামারীগণ অবশ্যই উপকৃত হবেন বলে আমি বিশ^াস করি। মিটিংটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ এগ্রো কেয়ার ডিলার কো-অর্ডিনেশন অফিসার মোঃ আব্দুল বাতেন ও মোঃ মুসলিম উদ্দীন। মিটিং সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিরাপদ এগ্রো কেয়ার এর বিক্রয় নির্বাহী মোঃ হাকিমুল হক এবং মোঃ কামরুজ্জামান।


Social Share