Social Share

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন বলগাড়ী এডভান্স কিন্ডার গার্টেন স্কুলের হলরুমে ১৬ মে ২০২৪ তারিখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বলগাড়ী বাজার এলাকার মেসার্স সোহেল ট্রেডার্স এর স্বত্তাধিকারী মোঃ সোহেল রানা’র আয়োজনে স্থানীয় পশু ডাক্তার, গো-খাদ্য বিক্রেতা এবং নিরাপদ এগ্রো কেয়ার এর মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নিরাপদ এগ্রো কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। সভার বিভিন্ন পর্যায়ে গরু পরিচর্যা ও রোগ বালাই দমন, ফিড বিক্রয়ের কৌশল ও ফিড এর গুনাগুন সম্পর্কে আলোচনা করা হয়। স্থানীয় পশু চিকিৎসক মধ্যে একজন বলেন, গরু মোটাতাজারকরণ এবং বেশি দুধ উৎপাদনের জন্য প্রথমেই উপযোগী জাত বাছাই করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর গরুর জন্য উপযুক্ত বাসস্থান, দৈনন্দিন পরিচর্যা, সময়মতো কৃমিনাশক ট্যাবলেট ও প্রয়োজনীয় টিকা প্রদান করা দরকার। এতে খামারীরা যেমন ব্যবসায় লাভবান হবেন তেমন গরুগুলোও সুস্থ্য থাকবে। তিনি আরো বলেন, দ্রুত গরুর খামার ব্যবসায় লাভবান হতে হলে গরুর দৈনন্দিন খাবারের পাশাপাশি পুষ্টিমান সমৃদ্ধ দানাদার খাদ্য খাওয়ানো প্রয়োজন। উপস্থিত সকলেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে নিরাপদ এগ্রো কেয়ার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাজারে অনেক ধরনের দানাদার খাদ্য বা ফিড পাওয়া যায় কিন্তু বেশিরভার ফিড এর মান ভালো নয়। এক্ষেত্রে খামারী ও বিক্রেতাদের আরো সচেতন হয়ে গুনগতমানসম্পন্ন ফিড বিক্রয়ের পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি গরু লালনপালনে প্রতিবন্ধিকতা ও তা সমাধানের উপায় বাতলে দেন। সভা সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ এগ্রো কেয়ার এর ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মোঃ হাসিবুল ইসলাম ও বিক্রয় নির্বাহী মোঃ কামরুজ্জামান। সভা শেষে উপস্থিত সকলের মাঝে ’’খামারী ফিড’’ এর টি-শার্ট বিতরণ করা হয়।


Social Share