শতাধিক খুচরা বিক্রেতা ও তুণমূল পর্যায়ের খামারীদের নিয়ে সিরাজগঞ্জ জেলার কাজিপুরে ৫ নভেম্বর ২০২৩ খামারী ফিড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত সকল খামারী ও খুচরা বিক্রেতাগণ সভায় তাদের মতামত উপস্থাপন করেন। নিরাপদ এগ্রো কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন খামারী ফিড এর গুণগতমান, খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিশদভাবে তুলে ধরেন। তিনি খামারীদের প্রয়োজনীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। এছাড়াও তিনি গরুর খাদ্যাভ্যাস, নিরাপদ বাসস্থান ও স্বাস্থ্যকর পরিবেশ এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ক্ষুদ্র খামারীদের দক্ষতা বৃদ্ধিতে নিরাপদ এগ্রো কেয়ার এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পাশাপাশি তিনি বলেন- খামারীদের খামার ব্যবস্থাপনা এবং ফিড এর গুণাগুন ও ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান বৃদ্ধি পেলে তারা যেমন লাভবান হবেন তেমন দেশের অর্থনীতিতেও আরও বেশি ভুমিকা রাখতে পারবেন। নিরাপদ এগ্রো কেয়ার এর বিক্রয় নির্বাহী মোঃ কামরুজ্জামান এর পরিচালনায় ও পরিবেশক মোঃ বাবুল আক্তার এর সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে ফিড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য খামারী ফিড এর টি-শার্ট বিতরণ করা হয়।